Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জেলা শিক্ষা অফিস নারায়ণগঞ্জ

 

জেলা শিক্ষা অফিস শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসটি নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের  উত্তর পাশে অবস্থিত। চারতলা বিশিষ্ট এ ভবনটিই জেলা শিক্ষা ভবন, নারায়ণগঞ্জ নামে পরিচিত। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের অধীনে ১৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি-১৪),  ১৫৯টি মাধ্যমিক বিদ্যালয়(সরকারি-০৬), ২৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সরকারি-০৭, বেসরকারি-০৯), ১৪টি অনার্স কলেজ(সরকারি-০৩, বেসরকারি-১১), ২৩টি স্কুল এন্ড কলেজ  , এবং ৬৫টি মাদরাসা (দাখিল-২৯, আলিম-২৩, ফাজিল-১২, কামিল-০১) রয়েছে। পাঁচটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে জেলা শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো হলো- নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ ও  আড়াইহাজার। এ কার্যালয়ে মোট ৯ জন কর্মকর্তা ও ৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। জেলা শিক্ষা অফিসারের পদ সৃষ্টির পর থেকে মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাধ্যমিক শিক্ষাক্রম স্কুল এন্ড কলেজ মাদ্রাসা  এবং আমিল পর্যায়ের মাদ্রাসার সার্বিক্য ব্যবস্থাপনার মূল কেন্দ্র এ অফিস। সুতরাং মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এ অফিসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ।

এ অফিসের টেলিফোন নম্বর- ০২-৭৬৩৪৯৩৯, ফ্যাক্স নম্বর-
ই-মেইল ঠিকানা- deo.narayangonj@gmail.com